স্টাফ রিপোর্টার,ঢাকা,৮ডিসেম্বর,২০২২খ্রি:আগামী ১০ ডিসেম্বর সমাবেশের জন্য রাজধানীর কমলাপুরের ফুটবল স্টেডিয়াম চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাত করে একথা জানান বিএনপি নেতারা। সন্ধ্যা ৭টার দিকে বিএনপির প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে যায়।
অন্যদিকে বিএনপি নেতাদেরকে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দিয়েছেন পুলিশ কমিশনার।
রাত ৯টার দিকে পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মাদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।