Saturday , April 19 2025
ব্রেকিং নিউজ
Home / অপরাধ / পাবনায় আট গরুচোর আটক

পাবনায় আট গরুচোর আটক

পাবনা সংবাদদাতা, ১৫ জানুয়ারি ২০২৩: পাবনার সাঁথিয়া থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গরুচোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার ও চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সাঁথিয়া থানাচত্বরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান ওসি (তদন্ত) কোমল কুমার দেবনাথ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি সাঁথিয়ার গাগড়াখালি গ্রামের মোস্তাক হোসেনের গোয়ালঘর থেকে ২টি গরু চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার সূত্র ধরে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সাঁথিয়া থানা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির সাথে সরাসরি জড়িত সংঘবদ্ধ আন্ত:জেলা গরুচোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সাঁথিয়া বাজার এলাকার খয়ের প্রাং এর ছেলে তোফাজ্জল হোসেন ওরফে তুফান (৩৪), সেলন্দা গ্রামের নবাব সরদারের ছেলে তরুন সরদার (২১), চাটমোহর থানার মৃত হারেজ আলীর ছেলে শিহাব উদ্দিন (২৫),সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চড়াচিথুলিয়া গ্রামের আওয়াল প্রামানিকের ছেলে আকরাম হোসেন সজল (৩৫), রায়গঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে সাহেদ আলী (৪৪), উল্লাপাড়া থানার ভেংরী গ্রামের বদিউজ্জামানের ছেলে নজরুল ইসলাম বিশা (৪০), সলঙ্গা থানার রোয়াপাড়া গ্রামের জাকের সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও সিরাজগঞ্জ সদরের মহিষামোড়া গ্রামের আমিনুল মাস্টারের ছেলে আনোয়ার হোসেন (৩৬)। গ্রেফতারকৃতদের নিকট থেকে গরু উদ্ধার করতে না পারলেও চোরাই কাজে ব্যবহৃত ট্রাক ও গরু বিক্রির ৯ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নামে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

About digitalbanladesh2

চেক

ঋণখেলাপির নতুন নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা, ব্যাংকের চাপ বাড়ছে

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭মার্চ ২০২৫ইং (ডিজিটাল বাংলাদেশ রিপোর্ট): আগামী মাস থেকে দেশের ব্যাংকগুলোতে ঋণখেলাপির নতুন নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *